botvনিউজঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ৮দিন ব্যাপী অমর একুশে বই মেলা।
স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

আজ ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ৮দিনব্যাপী অমর একুশে বই মেলা

 

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আনন্দ বাজার নৌকাঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলার মোঃ ফারুক মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উসমান।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার- ৪

ফেসবুকে আমরা..