ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান ভুইয়া (৫৬), আবু হানিফ-(৫২), মোঃ সাদ্দাম হোসেন-(২৬), রায়হান মিয়া-(২১), শফিক মিয়া-(৫০), রমজান মিয়া (২২), সোহাগ মিয়া-(২৫), সমীর খান-(৪৫), মোঃ আক্কাস-(৩৮), বাদল-(৩০), মাজ্হারুল হক- (৪০), মোঃ কামাল হোসেন-(৪০), শুক্কুর আলী- (৩৫), কাজী শফিকুল রহমান-(৪৬), মোঃ হারুনুর রশিদ-(৪১), শাহাদাৎ হোসেন-(২৫), বুলবুল আহম্মদ মুছা-(৪৫), মোঃ আল আমিন-(৩৫), সাইন উদ্দিন-(৩৫), আহসান হাবীব-(৩৮), রায়হান সিকদার-(৩৫), ইমাম হোসেন-(২৭), তফসির- (৩০), শেখ জামাল মিয়া-(৩২), শাহাদত হোসেন- (৩৫), রিপন মোল্লা-(২৫), ফেরদৌস মিয়া- (৩০), মোঃ কাউছার মিয়া, শরিফ-(২৫), সৈয়দটুলা, কামরুল ইসলাম-(২৮). ইউনুছ মিয়া-(৩৮), মোঃ সামসু মিয়া-(৪০), মোঃ লিটন মিয়া-(৩৮), হোসেন আহাম্মেদ-(৬০), জালাল উদ্দিন-(৪৩), শুক্কু মিয়া- (৩০), আলমগীর হোসেন-(২৪), মোঃ মোমেন- (৩১), মোঃ সাইদুল ইসলাম-(৩৫), তৈয়ব আলী-(২৯), ইউসুফ মিয়া, বাবুল মিয়া-(৩২), মোঃ আবুল কালাম-(৪৫), মোঃ বাবুল গাজী-(৩৮), মোঃ আবুল কালাম-(৪০), মোঃ মিজানুর রহমান-(৪৫), আবু হানিফ-(৩৫), মোঃ দুলাল মিয়া-(৪৩), মোঃ ইয়ার খাঁন, মফিজুল ইসলাম সরকার, বিল্লাল ভূইয়া- (৩৪), মোঃ খাবিরুর রহমান মনির-(৩৬) ও আমশু মিয়া-(৩৪)।
এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তারা সবাই গ্রেপ্তারী পরোয়ানার আসামী। গতকাল বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।