সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি হত্যা মামলায় ছয় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড- এবং ৫ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে পৃথক সময়ে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এই দন্ডাদেশ প্রদান করেন।
মামলাগুলো হচ্ছে বিজয়নগর উপজেলার সোহরাব চৌধুরী হত্যা মামলা এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার তুষার মিয়া হত্যা মামলা।

গত সোমবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের অটোরিকসা চালক সোহরাব চৌধুরী হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মরহুম আওলাদ মিয়ার ছেলে মহরম আলী-(২৮), সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ আলমগীর-(২৮) এবং বিজয়নগর উপজেলার বাগদিয়া গ্রামের মরহুম আলী হোসেনের ছেলে আব্দুল কাদির (৪৮)।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ২১ এপ্রিল সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের রফিক চৌধুরীর ছেলে সোহরাব চৌধুরী সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় সোহরাবের চাচাতো ভাই সাচ্চু চৌধুরী বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে ঘটনার দুদিন পর উপজেলার বুল্লা-টানপাড়া সড়কের একটি সেতুর নিচ থেকে সোহরাবের লাশ পাওয়া যায়।

পরে পুলিশ নিহত সোহরাবের মোবাইল ফোন ট্র্যাকের মাধ্যমে আসামি মহররম আলীকে সনাক্ত করে আটক করে। পরে মহরম আলী আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেন এবং তার সাথে মোঃ আলমগীর ও আব্দুল কাদির নামে দুই জন জড়িত থাকার কথা জানান।

মামলায় ১০ জন সাক্ষির সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ বিচারক ৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এসএম ইউসুফ। তিনি বলেন, ন্যায় বিচারের স্বার্থে এই রায় যুগান্তকারী।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম বলেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। তিনি বলেন, আসামীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
পরে একই আদালত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার তুষার মিয়া হত্যা মামলার রায় ঘোষনা করেন।

এই মামলায় বিজ্ঞ আদালত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার সোনা মিয়ার ছেলে মোমেন প্রকাশ মোমিন-(২৫) একই এলাকার আব্দুর রহমানের ছেলে সুমন-(২৫) ও সহিদুল হকের ছেলে ফাহাদ মিয়া-(২২) কে যাবজ্জীবন কারাদন্ড এবং বাকি ৫ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ২০১১ সালের ২৯ জুন বিকেলে পৌর এলাকার পশ্চিম মেড্ডার জালাল মিয়ার ছেলে প্রবাসী তুষার মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা সাজ্জাদ মাহমুদ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় আদালত তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) এস.এম ইউসুফ বলেন, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত এই রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছে। রাষ্ট্রপক্ষে আরো ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সফিকুল ইসলাম।
###

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের খলাপড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন খলাপাড়া গ্রামের হোসেন মিয়ার স্ত্রী রহিমা বেগম-(৩৭) এবং কন্যা নিলা আক্তার-(২১)। এ ঘটনায় সদর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খলাপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
###

তিনশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী মা-মেয়ে গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
শিশু নির্যাতন নিপীড়ন, ধর্ষণ বন্ধ ও হত্যাকারিদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে খেলারঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভপাতি রতন কান্তি দত্তের সভাপতিত্বে ও খেলাঘর জেলা কমিটির সাহিত্য সম্পাদক জুয়েলুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সভাপতি সাংবাদিক মনজুরুল আলম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম,

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযূষ কান্তি আচার্য, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা নাগরিক কল্যাণের সভাপতি মো. ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আল-আমীন শাহীন, সাংবাদিক উজ্জল চক্রবর্তী, বিশ্বজিৎ পাল বাবু, রক্তদানের সংগঠন “আত্মীয়” এর সমন্বয়ক সমীর চক্রবর্তী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আশঙ্কাজনকভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, যা রাষ্ট্রের জন্য খুবই উদ্বেগজনক। এ অবস্থা থেকে উত্তরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
###

শিশু নির্যাতন বন্ধ ও হত্যাকারিদের ফাঁসির দাবিতে

সুমন অহম্মেদঃ
ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকরা। সোমবার দুপুরে শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার বিন মুসলিম, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা জাকারিয়া খাঁন, জেলা ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসান ও কওমী ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের উপর হামলা ও নির্যাতন করা হলেও ভারতীয় সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছেনা। বিশ্বের যে কোন দেশে মুসলমানদের উপর হামলা হলে আমরা তার প্রতিবাদ করে যাব।

বক্তারা বলেন, আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি ভারত সরকারকে বলুন মুসলমানদের উপর হামলা বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করার জন্য। এ সময় বক্তারা ভারতীয় পণ্য বর্জনের ঘোষনা দেন।
###

ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি মাদরাসার ছাত্রদের বিক্ষোভ মিছিল

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাইফুল ইসলাম ওরফে সাইদুল-(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল একই ইউনিয়নের সোহাতা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আশু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামের মলি¬কা সিএনজি পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গ্রেপ্তাররকৃত সাইদুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
###

দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের উদ্যোগে ১০দিন ব্যাপী জেলা ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকের পাড়) আয়োজিত মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, সামাজিক বন বিভাগ, কুমিল্লার বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোহাম্মদ আবু নাসের। বক্তব্য রাখেন মোঃ সাদেকুর রহমান ও মোঃ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার কৃষকদের নিরলসভাবে কাজ করছে। সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারণে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে দেশ আজ খাদ্যে সয়ম্ভরতা অর্জন করেছে।

এর আগে বৃক্ষ মেলা উপলক্ষে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ উদ্যানে গিয়ে শেষ হয়। মেলায় বিভিন্ন জাতের দেশি, বিদেশি ফলদ, বনজ ও ঔষধি এবং শোভাবর্ধক গাছের চারা নিয়ে ৩৩টি স্টল স্থান পায়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ১০দিনব্যাপী জেলা ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

 

সুুমন আহম্মেদঃ
ভারতের কোলকাতায় অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী আন্তর্জাতিক শিশু চিত্রাংকন প্রতিযোগীতা ও প্রদশর্নীতে অংশ নিতে আগামী শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টায় কোলকাতার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করবে ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাট্যমের ছবিআকা বিভাগের শিক্ষার্থীসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

শিশু নাট্যমের প্রতিনিধিদলটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের আগরতলায় পৌছে সেখান থেকে বিমানে কোলকাতায় যাবে।

আগামী ৬ জুলাই কোলকাতার লিভিং আর্ট নামের একটি সংগঠনের উদ্যোগে তিনদিনব্যাপী এই শিশু চিত্রকলা প্রদশর্নী ও প্রতিযোগীতা শুরু হবে।

এদিকে শিশু কিশোরদের মানসিক বিকাশ ও উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের জন্য ৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক নিয়াজ মুহম্মদ খান বিটুকে সংবর্ধনা দেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক সমরেশ মজুমদার।
বিশেষ অতিথি থাকবেন কোলকাতা আই.সি.আর’র আঞ্চলিক পরিচালক গৌতম দে, কোলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব ডঃ মুহম্মদ মুফাকরুল ইকবাল, বিশিষ্ট চিত্রশিল্পী দেবব্রত চক্রবর্তী, বিশিষ্ট চিত্রশিল্পী অসীম কাপুর এবং গৌতম ঘোষ।

এদিকে কোলকাতা যাওয়ার প্রাক্কালে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সাংবাদিক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক মোঃ মনির হোসেন ও বিশ্বজিৎ পাল বাবু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু।
###

আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও প্রতিযোগীতায় অংশ নিতে কোলকাতা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাট্যম

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখার কথা জানিয়েছেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, এবার শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বলেন, প্রতি বছরই পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মোটা অংকের অর্থ বাণিজ্যের অভিযোগ ওঠে। কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরই সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয় ওঠে। চাকরির জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা দিতে হয় দালাল চক্রকে। পাশাপাশি প্রভাবশালী জনপ্রতিনিধিরাও পুলিশ সুপারদের হাতে নিজেদের পছন্দের চাকরি প্রার্থীদের নাম-ঠিকানা সংবলিত তালিকা ধরিয়ে দেন।

তবে এবার পুলিশ সদর দফতর থেকে সংশ্লিষ্টদের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ করার জন্য কড়া নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার কাছে কোনো প্রভাবশালী জনপ্রতিনিধির তালিকা আসেনি। তালিকা এলেও সেটি গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, যদি আমার সিনিয়র কোনো অফিসারও কারো জন্য আমাকে ফোন করেন তাহলেও আমি তাকে বলব আমার পক্ষে কোনো কিছু করার সুযোগ নেই।

তিনি বলেন, চাকরি প্রার্থী ও স্বজনরা যেন দালাল চক্রের সাথে চাকরির জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করে সেজন্য আমরা জেলার সবকটি উপজেলায় মাইকিং করেছি। নানাভাবে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। তারপরও কোনো প্রার্থী যদি আর্থিক লেনদেন করেন এবং সেটি প্রমাণিত হয় তাহলে তার প্রার্থীতা বাতিল হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন চৌধুরী ও ডিআইও-১ মো. ইমতিয়াজ আহম্মেদসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
###

মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এবার পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে

সুমন আহম্মেদঃ
রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবি ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা দেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচী ও মানববন্ধন পালন করেছে করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েসন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচী চলাকালে পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আবুজর গিফরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল কবির ভুইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা ইউনিটের সভাপতি সুমন দত্ত প্রমুখ।

উল্লেখ্য, এই কর্মসূচীর জন্য মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত পৌরসভা প্রদত্ত সকল সেবা বন্ধ থাকবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী-মানববন্ধন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সিদ্ধান্ত অমান্য করে নিজেদের মনগড়ামতো টিভি চ্যানেল সম্প্রচার করার অপরাধে ৪ ক্যাবল নেটওয়ার্ক অপারেটরকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর ও মোঃ জুবায়ের হোসেনের নেতৃত্বে আশুগঞ্জ উপজেলায় পৃথক এই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্ত ক্যাবল অপারেটররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের এস.স.বি ক্যাবল নেটওয়ার্ক ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকার তুহিন ক্যাবল নেটওয়ার্ক, আশুগঞ্জ উপজেলার চর-চারতলা ইউনিয়নের আশুগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক এবং একই উপজেলার সোনারামপুর সাগর ক্যাবল নেটওয়ার্ক।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউসার, সহকারী জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, বিটিভি ব্রাহ্মণবাড়িয়া উপকেন্দ্রের ইনচার্জ সালমা সুলতানা উপস্থিত ছিলেন।
###

সরকারি সিদ্ধান্ত অমান্য করে টিভি চ্যানেল সম্প্রচারের অপরাধে ৪ ক্যাবল নেটওয়ার্কে জরিমানা

ফেসবুকে আমরা..