Botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের চন্ডারখিলের রহিমপুরে যুবকের হত্যা রহস্যের ঘোর কাটেনি।এলাকায় থমথমে পরিবেশ। হত্যা মামলা আসামীরা এলাকা ছাড়া । সাত বছর আগে স্বামী আর এখন উপযুক্ত ছেলে হারিয়ে ছোট ছোট ৬ ছেলে-মেয়ে নিয়ে দিশাহারা মা’র আকুল আবেদন।

১৫ জানুয়ারি রোজ সোমবার রানা-১৮ কে ডিস লাইনের কাজ করার সুযোগ করে দিবে বলে সন্ধ্যায় বাড়ী থেকে নিয়ে যায় সেলুনের কর্মচারী জাহাঙ্গীর।

দুইদিন পার হলেও রানার কোনো খোজ পাওয়া যায়নি। ১৭ জানুয়ারি বিকাল বেলায় জাহাঙ্গীর রানার চাচাত ভাই বিল্লাকে ফোন করে জানতে চাই রানা কোথায়। বিল্লাল বিষয়টা রানার মাকে জানায়। রানা মা জাহাঙ্গীরকে ফোন করে বলে রানা তো সোমবারে সন্ধ্যায় তুমি ডিসের কাজ দিবে বলে বাড়ী থেকে ডেকে নিয়ে গেলা । আমার ছেলেকে তো তুমি নিয়ে গেছ এখন দুই দিন পর আমাকে ফোন দিয়ে বল আমার ছেলে রানা কয়..? তুমি আমার ছেলেকে নিয়া গেছ তুমিই আমার ছেলে খোয়জা বাইর কইরা দেও। কথা কাটকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর বলে কথা বরখেলাপ করলে এমনই হয়।এই কথা বলে ফোন কেটে দেয় । তারপর আ ফোনে জাহাঙ্গীকে পাওয়া যায় না। এরপর রানার মা সহ এলাকাবসী রানাকে পাগলের মতো খোজতে থাকে।

এই ঘটনার একদিন পর ১৯জানুয়ারি রোজ শুক্রবার চন্ডারখিল প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এলাকাবাসী রানার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে । এই ব্যাপরে রানার মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘনটার দুই সপ্তাহ হলেও কোনো আসামী ধরা পরেনি।

অন্য দিকে মামলা প্রধান আসামী মাদক ব্যবসায়ী মনির ও তার স্ত্রী চম্পার বসতবাড়ী ভেঙ্গে তাদেরকে এলাকা ছাড়া করে।

এই ব্যপারে সদর থানার অফিসার ইন্চার্জ মে: নবীর হোসেন জানান, মামলা তদন্ত চলছে।

রানা হত্যা – ছেলেহারা মায়ের করুণ আর্তনাদ – একালায় শোকের ছায়া

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে brahmanbariaonlinetv ‍studio তে প্রিয়নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে কেককাটা হয়।

অনলাইন টিভি’র প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,সময়  টেলিভিশনের ক্যামেরাম্যান  জুয়েলুর রহমান ও জেলা ছাত্রলীগনেতা মো: ইমরান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আ ব র নি  সংগঠনের সদস্য সফিকুল হক শাকিল, মো: ইদ্রিস মিয়া, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সালে উদ্দিন সালেক ও রাজীব ।

জীবন্ত কিংবদন্তী নেতার জন্মদিন উদযাপন করেছে brahmanbariaonlinetv

botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয় বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলার ৯টি উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসাদুজ্জামানে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
###

জেলা প্রশাসক কার্যালয়ে উন্নয়ন বিষয়ে কর্মশালা

 

 

১। বুধন্তি

২। চান্দুরা

৩। ইছাপুরা

৪। চর-ইসলামপর

৫। পত্তন

৬। চম্পকনগর

৭। সিংগারবিল

৮। বিষ্ণপুর

৯। হরষপুর

১০। পাহাড়পুর

বিজয়নগর উপজেলার ইউনিয়ন সমূহ:

 আইন-শৃঙ্খলা বিষয়ক
অন্যান্য

বিজয়নগর উপজেলার সকল প্রতিষ্ঠান

·         জেলা সদর হতে দুরত্ব ·         ৩৫ কি.মি.
·         মোট জনসংখ্যা ·         ২,৫৭,২৪৭ জন। (পুরুষ- ১২৫৫৯৫ জন,

মহিলা ১৩১৬৫২জন)

·         জনসংখ্যা বৃদ্ধির হার ·         ১.৮৭ %
·         জনসংখ্যার ঘনত্ব ·         ১১৬৩ জন (প্রতি বর্গ কি.মি.)
·         নির্বাচনী এলাকা ·         ব্রাহ্মণবাড়িয়া-৩ (বিজয়নগর ও ব্রা‏হ্মণবাড়িয়া সদর)
·         ভোটার সংখ্যা ·         ১,৯৩,৩৯৪ জন (পুরুষ- ৯২,৪০৬ জন,

মহিলা- ১,০০,৯৮৮ জন)

·         ইউনিয়ন ·         ১০ টি
·         মৌজা ·         ১৬৪
·         গ্রাম ·         ২২৫টি
·         ডাক বাংলো ·         ০১টি( সড়ক ও জনপথ বিভাগের)
·         ব্যাংক শাখা ·         ০৮ টি
·         সরকারী খাদ্য গুদাম ·         ০১ টি
·         পাঠাগার ·         ০১টি
·         মুক্তিযোদ্ধার সংখ্যা ·         ৬৮২  জন
·         উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ·         ১টি
·         ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ·         ০৯ টি
·         কমিউনিটি ক্লিনিক ·         ২৭টি
·         জলাশয় (খাস পুকুর) ·         ৩১ টি
·         আশ্রয়ন প্রকল্প ·         ৪টি
·         ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ·         ২৭টি
·         ইটভাটা ·         ২৭টি
·         মসজিদ ·         ৫২৩ টি
·         মন্দির ·         ১৫ টি
·         পোষ্ট অফিস ·         ১ টি(সাব পোষ্ট অফিস)
·         সাব রেজিষ্টার অফিস ·         ০১ টি( ক্যাম্প সাব রেজিস্ট্রি অফিস)
·         পশু হাসপাতাল ·         ০১ টি
·         মোট প্রাথমিক বিদ্যালয় ·         ৯৯ টি
·         মোট মাধ্যমিক বিদ্যালয় ·         ২২টি
·         নিমণমাধ্যমিক বিদ্যালয় ·         ০২টি
·         নিমণমাধ্যমিক বালিকা বিদ্যালয় ·         ০১টি
·         কলেজ ·         ০৩ টি
·         কারিগরি কলেজ ·         ০১ টি
·         ফাজিল মাদ্রাসা ·         ০২ টি
·         আলিম মাদ্রসা ·         ০৩টি
·         দাখিল মাদ্রাসা ·         ০২ টি
·         কারিগরি  স্কুল ·         ০১ টি
·         নদীর সংখ্যা ·         ০৩ টি
·         খেলার মাঠ ·         ০৫টি
·         বেসরকারী সংস্থা (এনজিও) ·         ০৬টি
·         মোট নিবন্ধিত সংগঠন ·         ৫০টি
·         ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ·         ১০টি
·         ইউনিয়ন ভূমি অফিস ·         ০৬টি

 

 

এক নজরে বিজয়নগর উপজেলা

নির্বাচনী এলাকার নাম ও নম্বর :

২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১         (নাসিরনগর উপজেলা এবং সদর উপজেলার বুধন্তি, চান্দুরা, হরষপুর ইউপি)

২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২           (সরাইল ও  আশুগঞ্জ উপজেলা )

২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩         (সদর ও বিজয়নগর উপজেলা)

২৪৬ ব্রাহ্মণবাড়িয়া-৪         (আখাউড়া ও কসবা উপজেলা)

২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫          (বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন ব্যতিত নবীনগর উপজেলা)

২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬        (বাঞ্ছারামপুর উপজেলা এবং নবীনগর উপজেলার বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন)

জেলায় ৬টি নির্বাচনী এলাকা

ফেসবুকে আমরা..