কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কসবা উপজেলা কর্মচারী কল্যান পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কসবা উপজেলা কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, মোঃ ছৈয়দুর রহমান ও কাজী মোঃ আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল কবির, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মহিলা সম্পাদিকা উম্মে সালমা ফারসী, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ ফরিদ উদ্দিন আহাম্মদ, হাসিনা আক্তার হেপী ও মোঃ হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম তাঁর প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, আমার এ সফলতার পেছনে বিভিন্ন বিভাগীয় কর্মচারীদের অবদান রয়েছে। তিনি কসবা উপজেলা কর্মচারী কল্যান পরিষদের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

###

শ্রেষ্ঠ ইউএনও হওয়ায় হাসিনা ইসলামকে অভিনন্দন

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে  বুধবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলা।
গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও জেলা পুস্তক ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু। মেলায় বিভিন্ন প্রকাশণীর বই নিয়ে ২৫টি স্টল স্থান পায়।

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের তৈরী বিভিন্ন পন্যের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্র “অপরাজিতা” এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহরের জেলরোডের পুলিশ বিপনী কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে “অপরাজিতার” উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ফলশ্রুতিতে সমাজের অবহেলিত,অসহায়-দরিদ্র নারীরা আজ ঘুরে দাড়িয়েছে।

তারই বাস্তব প্রমান এই বিক্রয় কেন্দ্রটি। নারীদের আত্ম¡নির্ভরশীল করতে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন- নারীদের জীবনমানের উন্নয়ন ঘটাতে এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়। পুলিশের পক্ষ থেকে একাজে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরীফ প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তিতাস নদীর পূর্বপাড়ে বসবাসকারী ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের প্রশিক্ষিত করে কর্মক্ষম করার উদ্যোগ নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম। সেখানে প্রশিক্ষিত নারীদের হাতে তৈরী নানা পন্য ছাড়াও এই বিক্রয় কেন্দ্রটিতে পাওয়া যাবে শাড়ি, থ্রিপিসসহ গৃহসজ্জার নানা জিনিসপত্র। কেন্দ্রটি পরিচালনা করবেন নারী উন্নয়ন ফোরাম সদস্য আনোয়ারা বেগম, রোখসানা হক সূচি ও শাহিনূর হক ঝুমকী।

 

ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের হাতে তৈরী পন্যের বিক্রয় কেন্দ্র ‘অপরাজিতা’ উদ্বোধন

botvনিউজঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ৮দিন ব্যাপী অমর একুশে বই মেলা।
স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

আজ ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ৮দিনব্যাপী অমর একুশে বই মেলা

 

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আনন্দ বাজার নৌকাঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলার মোঃ ফারুক মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উসমান।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার- ৪

BOTVনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০২ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার সকালে উপজেলার সৈয়দাবাদ এলাকা থেকে ট্রাকভর্তি এই ইউরিয়া সার উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম।

জানা গেছে এই সার পাচারের জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে সৈয়দাবাদ আনা হয়েছিল।

এ সময় ভ্রাম্যমান আদালত সারের মালিক ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামের আবদুল আলীমের ছেলে রানা-(২০) নিয়ম বহির্ভূত ভাবে সার আনার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে রয়েছে।

##

কসবায় ১০২ বস্তা ইউরিয়া সার জদ্ব করেছে ভ্রাম্যমাণ আদালত

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাঙ্গার প্রকল্পের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কর্মকার পাড়ায় ইউপি সদস্য অরবিন্দ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।

উপজেলা সমন্বয়কারী মোঃ মুসা মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আবদুল ফাত্তাহ মোঃ নাছির, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক বিকাশ দাস ও দীপক কুমার দেবনাথ। সভায় মাদকের ভয়াবহতা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতির কথা উল্লেখ করে বক্তারা এবিষয়ে পারিবারিক এবং সামাজিক ভাবে গণসচেতণতা বৃদ্ধির আহবান জানান।

##

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

botvনিউজঃ
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন না করায় উদ্বোধনের জন্য নির্মিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নামফলক অবশেষে খুলে ফেলেছেন মাদরাসা কর্তৃপক্ষ। গত শনিবার বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম (রহঃ) নামে নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রীর।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে ওই ছাত্রবাসের ভিত্তিপ্রস্তর করার জন্য জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে মন্ত্রী ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম (রহঃ) কবর জিয়ারত করে মাদরাসার কার্যালয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন। পরে ছাত্রাবাস নির্মানের জায়গাটি (ভূমি) নিয়ে বিরোধ থাকার কথা শুনে মন্ত্রী বলেন, ভূমির বিরোধ নিষ্পত্তি হওয়ার পর তিনি হেলিকপ্টারে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাবেন। পরে মন্ত্রী ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন না করেই জেলা ঈদগাহ্ মাঠে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার ১০৫ তম ইসলামী মহাসম্মেলনে জেলা পুলিশ আয়োজিত পবিত্র হিফজুল কোরআন, কেরাত ও হামদ-নাত প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেন।
এ ব্যাপারে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার সহকারি শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভিত্তিপ্রস্তর উদ্বোধন না করায় আমরা নাম ফলকটি খুলে ফেলেছি। পরে মন্ত্রী যখন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে আসবেন তখন আবার নাম ফলকটি লাগানো হবে। তিনি আরো বলেন, জায়গা নিয়ে বিরোধের কথাটি সঠিক নয়, এই জায়গায় আগে দোতলা ভবন ছিল। সেটি ভেঙ্গে এখানে ছয়তলা ভবন নির্মানের কথা ছিল। তিনি আরো বলেন, যিনি জায়গার মালিকানা দাবি করছেন তার পৈর দাদা জায়গটি মাদরাসার নামে দান করে গেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর নামফলক খুলে ফেলছেন মাদরাসা কর্তৃপক্ষ

botv নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।

প্রশাসনিক দক্ষতা, আইন শৃংখলার উন্নয়ন, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা, মাদক ও চোলাচালান প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, উন্নয়ন কর আদায় সহ সার্বিক কার্যক্রমের দক্ষতার কারনে জেলা প্রশাসক রজওয়ানুর রহমান তাঁকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষনা করেন।

এদিকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ইউএনও হাসিনা ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।

###

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন হাসিনা ইসলাম

botvনিউজঃ

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িদের সিদ্ধান্ত অনুযায়ি গতকাল শনিবার ও আজ রবিবার এ বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জানান, আজ রবিবার ত্রিপুরার বিধানসভার নির্বাচন। যে কারণে ভারতীয় ব্যবসায়িদের সঙ্গে আলোচনা করে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ত্রিপুরায় বিধান সভার নির্বাচন বন্ধ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি

ফেসবুকে আমরা..