botv নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা বরকে মারধোর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে উপজেলার উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট গ্রামে। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
খবর পেয়ে গতকাল শনিবার সকালে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন ভূইয়া বকুল, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে রাউৎহাট গ্রামের হরিজন সম্প্রদায়ের জহরলাল ঋষির ছেলে হুমেন ঋষি বিয়ে করতে সদর উপজেলার মজলিশপুর গ্রামে যাওয়ার সময় একই গ্রামের জামাল মিয়া ছেলে তপু- (২২) বরযাত্রী রেখা ঋষিকে ইভটিজিং করে। এসময় কিশোরীর বড় ভাই রায়মন ঋষি প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ইভটিজার তপু মোবাইল ফোনে পার্শ্ববর্তী নেমতাবাদ-মনিচং ও চান্দাইসার গ্রামের কতিপয় যুবক এনে বিয়ে বাড়িসহ হরিজন সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা বর হুমেন ঋষিকে মারধোর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় হরিজন সম্প্রদায়ের ৫ জন আহত হয়। আহত অবস্থায় রায়মন ঋষি-(২৫) কে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে দ্রুত ৩ প্লাটুন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে পুলিশের সহযোগিতায় বর ও বরযাত্রীদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মজলিশপুর গ্রামের কনের বাড়িতে পাঠানো হয়। বিয়ে অনুষ্ঠান শেষে গতকাল শনিবার সকালে ছেলের বাড়িতে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মাসুক, জুয়েল,তানভীর নামক ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (কসবা-আখাউড়া সার্কেল) আবদুল করিম ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রাতেই অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ঘটনায় ক্ষতিগ্রস্থ জহরলাল ঋষি বাদী হয়ে ১৬জনকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেছেন।

###

ইভটিজিংকে কেন্দ্র করে কসবায় হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে হামলা

কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কসবা উপজেলা কর্মচারী কল্যান পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কসবা উপজেলা কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, মোঃ ছৈয়দুর রহমান ও কাজী মোঃ আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল কবির, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মহিলা সম্পাদিকা উম্মে সালমা ফারসী, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ ফরিদ উদ্দিন আহাম্মদ, হাসিনা আক্তার হেপী ও মোঃ হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম তাঁর প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, আমার এ সফলতার পেছনে বিভিন্ন বিভাগীয় কর্মচারীদের অবদান রয়েছে। তিনি কসবা উপজেলা কর্মচারী কল্যান পরিষদের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

###

শ্রেষ্ঠ ইউএনও হওয়ায় হাসিনা ইসলামকে অভিনন্দন

BOTVনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০২ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার সকালে উপজেলার সৈয়দাবাদ এলাকা থেকে ট্রাকভর্তি এই ইউরিয়া সার উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম।

জানা গেছে এই সার পাচারের জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে সৈয়দাবাদ আনা হয়েছিল।

এ সময় ভ্রাম্যমান আদালত সারের মালিক ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামের আবদুল আলীমের ছেলে রানা-(২০) নিয়ম বহির্ভূত ভাবে সার আনার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে রয়েছে।

##

কসবায় ১০২ বস্তা ইউরিয়া সার জদ্ব করেছে ভ্রাম্যমাণ আদালত

botv নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।

প্রশাসনিক দক্ষতা, আইন শৃংখলার উন্নয়ন, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা, মাদক ও চোলাচালান প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, উন্নয়ন কর আদায় সহ সার্বিক কার্যক্রমের দক্ষতার কারনে জেলা প্রশাসক রজওয়ানুর রহমান তাঁকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষনা করেন।

এদিকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ইউএনও হাসিনা ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।

###

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন হাসিনা ইসলাম

botvনিউজ:

শান্তিবাগ বয়েজ ক্লাব আয়োজিত নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ভাদুঘর টু স্টার বনাম শান্তিবাগ টু স্টার ফাইনাল খেলার খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সম্পূর্ন হয়।

শান্তিবাগ বয়েজ ক্লাব সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা  আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাস্থ্যসেবা ও শিক্ষানুরাগী আবু কাউসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীন, দলীল লেখক সফিকুল হক শাকিল, প্রবাসী আসাদুল্লাহ সিকদার আশা, ঠিকাদার নুরুল আমীন।

এছারা সংগঠনের সদস্য সুমন আহমেদ, হেলাল আহমেন, নজরুল ইসলাম, ফরহাদ হোসেন জুয়েল, আশিকুর রহমান পিয়াস, ইয়াসীন চৌধুরী, বিপ্লব হোসেন, জনি, আশিক সহ অন্যান সদস্যরা ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা শেখ রাসেল।খেলায় চ্যাম্পিয়ন কে এলসিডি টিভি ও   রানার্সআপকে ২০ ইঞ্চি ট্রপি  পুরস্কার দেওয়া হয়।

###

নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় শান্তিবাগ চ্যাম্পিয়ন

botv.নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রানিত করার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপজেলার ৩৩টি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহাম্মদ ও উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান তালুকদার।

###

কসবায় শুদ্ধ ভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের চন্ডারখিলের রহিমপুরে যুবকের হত্যা রহস্যের ঘোর কাটেনি।এলাকায় থমথমে পরিবেশ। হত্যা মামলা আসামীরা এলাকা ছাড়া । সাত বছর আগে স্বামী আর এখন উপযুক্ত ছেলে হারিয়ে ছোট ছোট ৬ ছেলে-মেয়ে নিয়ে দিশাহারা মা’র আকুল আবেদন।

১৫ জানুয়ারি রোজ সোমবার রানা-১৮ কে ডিস লাইনের কাজ করার সুযোগ করে দিবে বলে সন্ধ্যায় বাড়ী থেকে নিয়ে যায় সেলুনের কর্মচারী জাহাঙ্গীর।

দুইদিন পার হলেও রানার কোনো খোজ পাওয়া যায়নি। ১৭ জানুয়ারি বিকাল বেলায় জাহাঙ্গীর রানার চাচাত ভাই বিল্লাকে ফোন করে জানতে চাই রানা কোথায়। বিল্লাল বিষয়টা রানার মাকে জানায়। রানা মা জাহাঙ্গীরকে ফোন করে বলে রানা তো সোমবারে সন্ধ্যায় তুমি ডিসের কাজ দিবে বলে বাড়ী থেকে ডেকে নিয়ে গেলা । আমার ছেলেকে তো তুমি নিয়ে গেছ এখন দুই দিন পর আমাকে ফোন দিয়ে বল আমার ছেলে রানা কয়..? তুমি আমার ছেলেকে নিয়া গেছ তুমিই আমার ছেলে খোয়জা বাইর কইরা দেও। কথা কাটকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর বলে কথা বরখেলাপ করলে এমনই হয়।এই কথা বলে ফোন কেটে দেয় । তারপর আ ফোনে জাহাঙ্গীকে পাওয়া যায় না। এরপর রানার মা সহ এলাকাবসী রানাকে পাগলের মতো খোজতে থাকে।

এই ঘটনার একদিন পর ১৯জানুয়ারি রোজ শুক্রবার চন্ডারখিল প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এলাকাবাসী রানার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে । এই ব্যাপরে রানার মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘনটার দুই সপ্তাহ হলেও কোনো আসামী ধরা পরেনি।

অন্য দিকে মামলা প্রধান আসামী মাদক ব্যবসায়ী মনির ও তার স্ত্রী চম্পার বসতবাড়ী ভেঙ্গে তাদেরকে এলাকা ছাড়া করে।

এই ব্যপারে সদর থানার অফিসার ইন্চার্জ মে: নবীর হোসেন জানান, মামলা তদন্ত চলছে।

রানা হত্যা – ছেলেহারা মায়ের করুণ আর্তনাদ – একালায় শোকের ছায়া

botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয় বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলার ৯টি উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসাদুজ্জামানে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
###

জেলা প্রশাসক কার্যালয়ে উন্নয়ন বিষয়ে কর্মশালা

ক) মূলগ্রাম

খ) মেহারী

গ) বাদৈর

ঘ) খাড়েরা

ঙ) বিনাউটি

চ) গোপীনাথপুর

ছ) কসবা পশ্চিম

জ) কুটি

ঝ) কায়েমপুর

ঞ) বায়েক

কসবা উপজেলার ইউনিয়ন সমূহ:

ফেসবুকে আমরা..