botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেসবুকে ছবি প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার মোগড়া বাজারে। আহতদের মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার মোগড়া বাজারের চাল বেপারী আবুল কাশেমের ছেলে হানিফ তার ফেসবুক ওয়ালে বাবুল মিয়ার পুত্র ইমন মিয়ার ছবি বিকৃত করে প্রকাশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ইমন তার মামা ইকবালকে সাথে নিয়ে মোগড়া বাজারে গিয়ে কাশেমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত হয়। আহত চাল আবুল কাশেম-(৫৫)কে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রোকন মিয়া-(৩৫)কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রোকন মিয়ার ভাই উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নোয়াব মিয়া বলেন, ঝগড়া নিষ্পত্তি করতে গিয়ে তার ভাই হামলার শিকার হয়েছেন।
মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ঝগড়া নিষ্পত্তি
করতে গিয়ে তিনিও আহত হয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। অপরাধীদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
###

ফেসবুকে বিকৃতি ছবি প্রকাশকে কেন্দ্র করে আখাউড়ায় দু’দলের সংঘর্ষ

botv-নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয়রা আনা-নেওয়া করতে চাইছেন না বলে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আটকা পড়েছে ৬০টির মতো ট্রাক। ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়িরা।
এর আগে অবৈধভাবে পাচার হচ্ছে অভিযোগ তুলে গত এক সপ্তাহ ধরেই মাছ নিচ্ছে না ভারতীয়রা। এ নিয়ে করণীয় বিষয়ে আখাউড়ায় হওয়া এক বৈঠকে পাচাররোধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আলোচনার পর রপ্তানিতে আশার আলো দেখা দিলেও এখন নতুন জটিলতা দেখা দিয়েছে।

ব্যবসায়িরা জানান, মূলত বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতির কারণেই ভারতীয় ব্যবসায়িরা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে কবে নাগাদ ব্যবসায়িক কার্যক্রম চালু করা হতে পারে সে বিষয়েও তারা সুস্পষ্ট করে কিছু বলছেন না।
গত ৩ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সিপিআইএম দুর্গের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ফলাফল ঘোষণার পর থেকে সেখানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। রাজ্যের কিছু জায়গায় ১৪৪ ধারাও জারি করা হয়। প্রভাব পড়ে আখাউড়ার ওপারে আগরতলা স্থলবন্দরেও। সেখানকার অনেক ব্যবসায়ি এখন গা-ঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনি ও রবিবার অন্য পণ্যও নিবেনা বলে আগে থেকেই বাংলাদেশের ব্যবসায়িদেরকে জানিয়েছেন দেন তাঁরা। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোম ও মঙ্গলবার ভারতীয়রা পণ্য না নেয়ায় বাংলাদেশের ব্যবসায়িরা বিপাকে পড়েছেন। আটকা পড়েছে ৬০ ট্রাক ভর্তি বিভিন্ন পণ্য।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি মোঃ আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ভারতীয়রা ঠিক কবে থেকে পণ্য নিবে সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলছে না। আমরা জানতে পেরেছি নির্বাচন পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণেই ভারতীয়রা পণ্য নিচ্ছে না।’
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতির কারণে ভারতীয়রা পণ্য আমদানি-রপ্তানিতে অনীহা প্রকাশ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে বাংলাদেশের ব্যবসায়িরা এ বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায় নি।
###

আখাউড়া স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

botv নিউজ:

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর বাজার ও আমোদাবাদ বাজার এবং দক্ষিণ ইউনিয়নের আমতলী বাজারে কার্ডধারিদের মাঝে এ চাল বিক্রি করা হয়। কর্মসূচির আওতায় কার্ডধারি প্রত্যেকে ১০ কেজি করে চাল পাবেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফারুক ইসলাম. খাদ্য গুদাম কর্মকর্তা তাছলিমা আক্তার, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
###

আখাউড়ায় ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু


botvনিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাথমিক সমাপনি পরীক্ষা (পিএসসি) এবং জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় ( জেএসসি) জিপিএ-৫ প্রাপ্ত ৪৭জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে আখাউড়ার উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বর গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী এবং পাঠাগারের সম্পাদক সৌকত চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছন, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান লেলিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রকৃত শিক্ষা গ্রহণ করে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। অগ্রগতির পথে এগিয়ে যেতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী সমাজকে অন্ধাকারে রাখতে চায়। মনে রখতে হবে তারা সমাজের শত্রু। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

আখাউড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

botvনিউজঃ

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িদের সিদ্ধান্ত অনুযায়ি গতকাল শনিবার ও আজ রবিবার এ বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জানান, আজ রবিবার ত্রিপুরার বিধানসভার নির্বাচন। যে কারণে ভারতীয় ব্যবসায়িদের সঙ্গে আলোচনা করে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ত্রিপুরায় বিধান সভার নির্বাচন বন্ধ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি

 

botvনিউজঃ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম. পি বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা মিথ্যা কথা বলছেন। ৬৩২ পৃষ্ঠার রায়ের কপি টাইপ করতে যুক্তিসংগত যতটুকু সময় লাগে ততটুকু সময়েই তারা কপি পাবেন। এরপর এক মিনিটও দেরি হবে না। এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
তিনি গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন, রায়ের কপি ইচ্ছে করে দেরিতে দেয়া হচ্ছে বলে বিএনপির নেতারা যে দাবি করছেন, তা প্রত্যাখান করেছেন আইনমন্ত্রী।
গতকাল শুক্রবার সকালে মন্ত্রী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ওবায়দুল হক অফাই এর মরদেহ দেখতে তার গ্রামের বাড়ি উপজেলার হীরাপুরে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়াকে আর কোনো মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয় নি। কোনো মামলায় শ্যোন এরেস্ট দেখানো হবে না।’ খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের জন্য জজকে জিম্মি করেছেন বলে তিনি মন্তব্য করেন।
এর আগে তিনি আখাউড়া উপজেলা যুবলীগ আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নেন। যুবলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল প্রমুখ। নব-গঠিত যুবলীগের নেতৃবৃন্দ এ সময় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

খালেদা জিয়াকে আর কোনো মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয় নি

botvনিউজ:

শান্তিবাগ বয়েজ ক্লাব আয়োজিত নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ভাদুঘর টু স্টার বনাম শান্তিবাগ টু স্টার ফাইনাল খেলার খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সম্পূর্ন হয়।

শান্তিবাগ বয়েজ ক্লাব সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা  আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাস্থ্যসেবা ও শিক্ষানুরাগী আবু কাউসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীন, দলীল লেখক সফিকুল হক শাকিল, প্রবাসী আসাদুল্লাহ সিকদার আশা, ঠিকাদার নুরুল আমীন।

এছারা সংগঠনের সদস্য সুমন আহমেদ, হেলাল আহমেন, নজরুল ইসলাম, ফরহাদ হোসেন জুয়েল, আশিকুর রহমান পিয়াস, ইয়াসীন চৌধুরী, বিপ্লব হোসেন, জনি, আশিক সহ অন্যান সদস্যরা ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা শেখ রাসেল।খেলায় চ্যাম্পিয়ন কে এলসিডি টিভি ও   রানার্সআপকে ২০ ইঞ্চি ট্রপি  পুরস্কার দেওয়া হয়।

###

নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় শান্তিবাগ চ্যাম্পিয়ন

 

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ড্যান্ট অফিসার মাহবুবুর রহমান ( পিএএমএস)। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার,  সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম। কার্যক্রম ও প্রতিবেদন পাঠ করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরুন্নাহার বেগম।

এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের কমান্ড্যান্ট বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। বার্ষিক সমাবেশে ২০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য অংশগ্রহণ করে।

##

আখাউড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

botv.নিউজ:

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটাক্ষ করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মোবারক করিম নামে এক সরকারি কর্মচারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জনতা আটক করে তাকে পুলিশের কাছে তুলে দেয়। সে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকের একটি স্ট্যাটাসে একদিকে খালেদা জিয়া ও অন্যদিকে সাপের ছবি দিয়ে লেখা হয় কে বেশি ভয়ংকর। ওই স্ট্যাটাসের কমেন্টস বক্সে আব্দুল করিম লেখেন ‘শেখ হাসিনা’। বিষয়টি জানার পর স্থানীয় লোকজন তাকে হাসপাতালের ভেতরেই আটকে রেখে পুলিশের   কাছে সোর্পদ করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় আখাউড়ায় সরকারি র্কমচারি আটক

Botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের চন্ডারখিলের রহিমপুরে যুবকের হত্যা রহস্যের ঘোর কাটেনি।এলাকায় থমথমে পরিবেশ। হত্যা মামলা আসামীরা এলাকা ছাড়া । সাত বছর আগে স্বামী আর এখন উপযুক্ত ছেলে হারিয়ে ছোট ছোট ৬ ছেলে-মেয়ে নিয়ে দিশাহারা মা’র আকুল আবেদন।

১৫ জানুয়ারি রোজ সোমবার রানা-১৮ কে ডিস লাইনের কাজ করার সুযোগ করে দিবে বলে সন্ধ্যায় বাড়ী থেকে নিয়ে যায় সেলুনের কর্মচারী জাহাঙ্গীর।

দুইদিন পার হলেও রানার কোনো খোজ পাওয়া যায়নি। ১৭ জানুয়ারি বিকাল বেলায় জাহাঙ্গীর রানার চাচাত ভাই বিল্লাকে ফোন করে জানতে চাই রানা কোথায়। বিল্লাল বিষয়টা রানার মাকে জানায়। রানা মা জাহাঙ্গীরকে ফোন করে বলে রানা তো সোমবারে সন্ধ্যায় তুমি ডিসের কাজ দিবে বলে বাড়ী থেকে ডেকে নিয়ে গেলা । আমার ছেলেকে তো তুমি নিয়ে গেছ এখন দুই দিন পর আমাকে ফোন দিয়ে বল আমার ছেলে রানা কয়..? তুমি আমার ছেলেকে নিয়া গেছ তুমিই আমার ছেলে খোয়জা বাইর কইরা দেও। কথা কাটকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর বলে কথা বরখেলাপ করলে এমনই হয়।এই কথা বলে ফোন কেটে দেয় । তারপর আ ফোনে জাহাঙ্গীকে পাওয়া যায় না। এরপর রানার মা সহ এলাকাবসী রানাকে পাগলের মতো খোজতে থাকে।

এই ঘটনার একদিন পর ১৯জানুয়ারি রোজ শুক্রবার চন্ডারখিল প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এলাকাবাসী রানার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে । এই ব্যাপরে রানার মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘনটার দুই সপ্তাহ হলেও কোনো আসামী ধরা পরেনি।

অন্য দিকে মামলা প্রধান আসামী মাদক ব্যবসায়ী মনির ও তার স্ত্রী চম্পার বসতবাড়ী ভেঙ্গে তাদেরকে এলাকা ছাড়া করে।

এই ব্যপারে সদর থানার অফিসার ইন্চার্জ মে: নবীর হোসেন জানান, মামলা তদন্ত চলছে।

রানা হত্যা – ছেলেহারা মায়ের করুণ আর্তনাদ – একালায় শোকের ছায়া

ফেসবুকে আমরা..