ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ২হাজার ৪শ নাগরিকের মধ্যে করোনাভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পৌর সভার ১২টি ওয়ার্ডের প্রতিটি তালিকাভুক্ত কেন্দ্রে টিকা দিতে লাইনে দাঁড়ান লোকজন।

সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায় টিকা দিতে সারিবদ্ধভাবে নারী পুরুষ লাইনে দাড়িয়ে টিকা গ্রহণ করছেন।

পূূর্ব পাইকপাড়ার বাসিন্দা দিলীপ পাল বলেন, গত এক মাস আগে প্রথম ডোজ নিয়েছিলাম। আজ দ্বিতীয় ডোজ নিতে এসেছি। তিনি বলেন, এই এলাকার অনেকেই এখনো টিকা দিতে পারেন নি। আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সকলকে টিকার আওতায় আনার দাবি জানাই।

টিকা নিয়ে সুজাতা সাহা বলেন, ১মাস আগে প্রথম ডোজ নিয়েছিলাম আজ দ্বিতীয় ডোজ নিলাম। খুব ভালো লাগছে। নিজ এলাকায় নিতে পেরেছি। তিনি বলেন, আমরা আশা করবো যারা টিকা দিতে পারেননি সরকার তাদের জন্য টিকার ব্যবস্থা করবেন৷

টিকাদান কেন্দ্রে উপস্থিত ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারী বলেন, যারা গত মাসে প্রথম টিকা নিয়েছেন তাদেরকেই দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে দুইশ মানুষকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। পৌরসভার ১২টি ওয়ার্ডে ২ হাজার ৪শত মানুষকে টিকা দেয়া হচ্ছে। সরকার নতুনভাবে টিকা আমদানি করলে হয়তো গণহারে আবার টিকা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..