স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালিবাহী ট্রাক্টরের চাপায় মাহমুদা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদা আক্তার নোয়াগাঁও গ্রামের নাছির মিয়ার মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বালুবাহী একটি ট্রাক্টর লালপুর-নোয়াগাঁও গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু মাহমুদা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান বলেন, দূর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply