স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইবি)।
বুধবার দুপুরে আইইবি আশুগঞ্জ শাখার সভাপতি ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাজ্জাদুর রহমান ও কোম্পানীর নির্বাহী পরিচালক প্রকৌশলী ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুপুর সাহার কাছে এই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর প্রধান প্রকৌশলী আব্দুল মজিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশীল মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এর মধ্যে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটি পুরোপুরি ভাবে চালু করা সম্ভব হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন প্লানটি চালু করতে প্রয়োজন ছিলো ২৪টি সিলিন্ডার। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের দেয়া ৯টি সিলিন্ডার দিয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটি চালু করা হয়েছিলো। বুধবার আইইবি ১৫টি সিলিন্ডার দেয়ায় প্লান্টটি পূর্নাঙ্গভাবে চালু করা সম্ভব হয়েছে।
Leave a Reply