স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩৩ নম্বরে ফোন পেয়ে অসহায় ৮৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।
সোমবার বিকেলে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে খাদ্য সহায়তা তুলে দেন।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, দুটি সাবান, দুটি মাস্ক ও ১ কেজি লবণ দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউনের কারনে সাময়িক কর্মহীন হয়ে পড়া লোকজন খাদ্য সহায়তার জন্য “৩৩৩” নম্বরে মোবাইল ফোনে আবেদন করলে আমরা তাদের বাড়ি খাবার পৌছে দিচ্ছি।
সোমবার বিকেলে ১০৭টি আবেদন যাছাই-বাচাই করে ৮৩ জনের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
Leave a Reply