ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে তাবাসসুম আক্তার (৪) ও উমর মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু তাবাসসুম আক্তার উত্তর সুহিলপুর গ্রামের মহসিন মিয়ার কন্যা ও উমর মিয়া একই এলাকার মানিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে ওমর ও তাবাসসুম বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ করে তারা সেখান থেকে হারিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন হাজারী আঙ্গুরের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

3 responses to “ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..