স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
করোনা পরিস্থিতিতে সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা শিশু রুদ্রজিৎ পালের জন্মদিনে ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। বুধবার রুদ্রপালের অষ্টম জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসহায়তা ও নগদ টাকা দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর প্রথম সন্তান রুদ্রজিৎ পাল। স্থানীয় মেধা বিকাশ প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী রুদ্রপাল গত বছর করোনাকালীন সময়ে নিজেই দিনভর আখাউড়া পৌর এলাকার বিভিন্নস্থানে মাইকিংয়ের পাশাপাশি মাস্ক বিতরণ করে। স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক প্রশসংসা পায় ও শুভেচ্ছা পুরষ্কারেও ভূষিত হয় রুদ্র।
রুদ্র পালের বাবা বিশ্বজিৎ পাল বলেন, বৈশ্বিক মহামারীর কারণে এ বছর রুদ্র’র জন্মদিন একেবারে ঘরোয়াভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাপকভাবে জন্মদিন না পালন না করে ওই টাকায় বুধবার রুদ্রের অষ্টম জন্মদিনে পাঁচজন দরিদ্রকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, পেঁপে উপহার দেয়া হয়। এ ছাড়া পাঁচজনকে নগদ টাকা দেয়া হয়।
Leave a Reply