সরাইলে কঠোর লকডাউনে ১৩ মামলায় জরিমানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার কঠোর লকডাউনের তৃতীয় দিনে সকালের সরাইল ছিল অনেকটা স্বাভাবিক। সকাল ১০টার পর সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে গাড়ি ও লোকজনের নড়াচড়া কমে আসে। তবে হাসপাতাল মোড়ে সড়কের পাশের মাছ বাজারে মানুষের গিজাগিজি ছিল উল্লেখযোগ্য।

বেলা ২টার পর বিশ্বরোড মোড় থেকে ঢাকা-সিলেট মহাসড়কে বেশ কিছু যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা চলছে আশুগঞ্জ ও ভৈরবের দিকে। নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এর মধ্যে উপজেলার কুট্রাপাড়া মোড়, সৈয়দটুলা, রসুলপুর ও সরাইল বাজার এলাকায় সংক্রামক রোগ আইন-২০১৮ অনুসারে ৯টি মামলায় ৯ ব্যাক্তিকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আইন অমান্য করায় ২ ব্যাক্তিকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটক করে রাখেন।

ওদিকে সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা একই আইনে ৪ জনের বিরূদ্ধে মামলা করে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করেন। নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, লকডাউন চলাকালে আইন অমান্যকারীদের বিরূদ্ধে মামলা ও জরিমানা করার পক্রিয়া অব্যাহত থাকবে।

2 responses to “সরাইলে কঠোর লকডাউনে ১৩ মামলায় জরিমানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..