স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মোঃ শাহীন উদ্দিন-(৫৫) নামে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টায় পৌর শহরের শিমরাইল কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন উদ্দিন পৌর এলাকার বণিক পাড়ার বাসিন্দা। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয় স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ সালাউদ্দিন খাঁন জানান, সকালে শিমরাইল কান্দি এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
Leave a Reply