স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় আনুমানিক ৫০ বছর বয়সী এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকসার দুই যাত্রী আহত হন। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নামজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে পুলিশ লাইন এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস পিছন দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে বাসের নীচে চাপা পড়েন অটোরিকশার চালক। অন্য দুই যাত্রী অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় কয়েক যুবক আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকসা চালককে মৃত ঘোষণা করেন।
Leave a Reply