স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় গাছ থেকে আম পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে মোঃ নাসির উদ্দিন-(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন দামচাইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। নিহত নাসির উদ্দিন একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন ও দামচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন।
নিহতের ভাতিজা কামরুজ্জামান জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার চাচা নাসির উদ্দিন বাড়িতে থাকা ধান কাটার শ্রমিকদের খাওয়ানোর জন্য আম পাড়তে গাছে উঠেন। আম পাড়া অবস্থায় তিনি হঠাৎ গাছ থেকে ছিটকে বাড়ির দেয়ালে পড়েন। এতে মাথায় প্রচন্ড আঘাত পান। আহতবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিউল্লাহ আরাফাত তাকে সার্জারী বিভাগে ভর্তি দেন। দুপুর ১টায় তিনি মারা যান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
prednisone over counter in costa rica
gabapentin mechanism of action
http://prednisonebuyon.com/ – prednisolone and hair loss
Comment Puis