স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলায় পানিতে ডুবে ফাতেমা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লহরী গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকে সকালে অন্য শিশুদের সাথে খেলা করছিলেন ফাতেমা। খেলার কিছুক্ষণ পর ফাতেমাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয়। অবশেষে অনেক খোঁজাখুজির পর বাড়ির দক্ষিণ পাশের ডোবাতে ফাতেমাকে ভাসতে দেখেন তার স্বজনরা।
ফাতেমাকে মুমূর্ষু অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওইখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফাতেমা আক্তার উপজেলার লহরী গ্রামের মো. আউয়াল মিয়ার মেয়ে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, পানিতে ডুবে শিশু মারা গেছে বলে একটু আগে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।
https://prednisonebuyon.com/ – Prednisone
Prednisone