স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মসূচী চলাকালে শহরজুড়ে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও তান্ডবের সময় ফেসবুকে সরকার বিরোধী প্রচারণা ও গুজব ছড়ানোর অভিযোগে মোঃ শরীফ ভূইয়া-(৩৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁপুইর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরীফ ভূইয়া মাছিহাতা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও চাঁপুইর গ্রামের মোঃ রুস্তম ভূইয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফাজতে ইসলামের তান্ডবের সময় শরীফ ভূইয়া তাঁর ফেসবুক আইডি থেকে সরকার বিরোধী প্রচারণা চালিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ন বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন।
উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরিতে পরিনত করে। এ সব ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়। পুলিশ শনিবার রাত পর্যন্ত ৪০৩ জনকে গ্রেপ্তার করে।
Leave a Reply