সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় খ্রীষ্টিয়ান মেডিকেল সেন্টার (মিশন হাসপাতাল) এর উদ্যোগে প্রাক্ বড়দিন উৎসব পালিত হয়েছে। গত শনিবার সকালে স্থানীয় খ্রীষ্টিয়ান মেডিকেল সেন্টার (মিশন হাসপাতাল) এর নার্সিং হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপ বোর্ড অব মেডিকেল মিনিস্ট্রি’র চেয়ারম্যান ডা. রাতু গোপাল সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও জেলা বিএমএ’র সাধারন সম্পাদক ডাঃ আবু সাঈদ।
বিশিষ্ট সংস্কৃতি কর্মী স্মৃতি সবুরের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোঃ শাহ্ আলম।
বক্তব্য রাখেন বোর্ড অব মেডিকেল মিনিস্ট্রি’র সদস্য ডেভিড প্রণব দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ এর সাধারণ সম্পাদক ও সিএমসি’র প্রশাসক রেভা লিয়র পি. সরকার, হাসপাতালের সহকারী প্রশাসক ডেভিট বি সিংহ, সিনিয়র মেডিকেল অফিসার চিকিৎসক রূপজ্যোতি দেব প্রমুখ। আলোচনা সভা শেষে কুমিল্লা জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপ সভাপতি রেভা. মনীন্দ্র বর্মন এর নেতৃত্বে প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সাথে নিয়ে বড় দিনের কেক কাটা হয়।
###
buy priligy online safe
Prednisone
gabapentin controlled substance