সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে শহরের স্থানীয় রওশনারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলত্বর আর জে টাওয়ারের হল রুমে এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,মাসুদ আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো.হানিফ মুন্সি,আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার,উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক হাজী মো.শফিউল্লা মিয়া,উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.ইকবাল হোসেন,আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু,হাজী.সাইদুর রহমান,রওশনারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রেজাউল আজাদ, পুলিশিং কমিটির সদস্য মো.শাহিন সিকদার,আতাউর রহমান কবির প্রমুখ।
তাছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ সহ এলাকার সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আশুগঞ্জ কে মাদক মুক্ত করার ঘোষনা দেন।
###
Leave a Reply