সরাইলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সরাইল সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলার প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত) উম্মে ফাতেমা নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ এস এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজীজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার,

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহফুজ আলী প্রমুখ। খেলায় সরাইল সদর ইউনিয়ন শাহবাজপুর ইউনিয়কে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে জয় লাভ করে। খেলা পরিচালনা (রেফারি) করেন আবদুল্লাহ আল মতিন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..