ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদের প্রার্থীরা
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ জায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান, রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার গোলাম মহিউদ্দিন খান খোকন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, পরিচালক আলহাজ্ব আবুল খায়ের, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুকুল ইসলাম, মোঃ কাচন মিয়া, জেলা পরিষদের সদস্য ও

রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের কমিশনার মোঃ সাদেকুর রহমান শরীফ, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও কাউতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাঈদুর রহমান সাঈদ, পৌর কাউন্সিলর মোঃ খবির উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ, রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের কমিশনার আনোয়ার হোসেন সোহেল, রেডক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ গোলাম মহিউদ্দিন আহমেদ স্বপন, অ্যাডঃ শাহানুর ইসলাম, আশিকুর রহমান পাঠান, বিশিষ্ট ব্যাংকার দেওয়ান আবিদুর রহমান,সাবেক ফুটবলার মোঃ বাছির, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ প্রমুখ।

সাধারণ সভায় নির্ধারিত সময়ে কোরাম পূর্ন না হওয়ায় সভার সভাপতি মোঃ জায়েদুল হক আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবী ঘোষনা করেন। আজ রোববার সকাল ১০টায় একই স্থানে মুলতবী সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রেডক্রিসেন্ট ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ঘোষিত তফসিল মোতাবেক বিভিন্ন পদে একাধিক মনোনয়নপত্র বিক্রি হলেও মনোনয়নপত্র দাখিলের দিন প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক যাচাই-বাছাই শেষে প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচনের আর আবশ্যকতা নাই। আজ রোববার অনুষ্ঠিতব্য মুলতবী সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষনা করা হবে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..