সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাঁধার মুখে নির্ধারিত স্থানে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করতে পারেনি জেলা বিএনপি।
বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। কিন্তু ভোরে ওই কমিউনিটি সেন্টারে পুলিশ তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা।
এছাড়া ও রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে সেখানেও পুলিশ নেতা-কর্মীদের বাঁধা দেয়।
পরে পৌর এলাকার মৌড়াইলে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইয়া এমপি।
জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ- সভাপতি জিল্লুর রহমান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, হেজবুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
###
Leave a Reply