সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৬৫ ক্যান বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
সোমবার ভোররাতে উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মমতাজ বেগম-(৩৫), বাতেন মিয়া-(৩৭), মোঃ কালন মিয়া-(৩৬), মোঃ জামাল-(২৮) ও রাসেল আহমেদ-(২৪)।
সোমবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা সোমবার ভোর রাতে উপজেলার রূপসদী গ্রামের মমতাজ বেগমের ঘরে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে।
পরে তাদের কাছ থেকে ৬৫ ক্যান বিয়ার ও মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ৯৯০ টাকা। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
###
Leave a Reply