ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস পালিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরতলীর বিরাসারে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিএফসিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম তপু।

বিজিএফসিলের মহাব্যবস্থাপক (কম্প্রেসার ও জেনারেটর) আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, বিজিএফসিলের অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আলী মোক্তেজার, জিএম (এডমিনিস্ট্রেশন) এটিএম শাহ আলম, বিজিএফসিলের এমপ্লয়িজ এসোসিয়েশন সভাপতি তৌফিক বেলাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বরণের মাত্র এক সপ্তাহ আগে ১৯৭৫ সালের ৯ আগস্ট এদেশের বিদেশী মালিকানাধীন শেল ওয়েল কোম্পানির ৫টি গ্যাস ফিল্ড নামমাত্র ১৭.৮৬ কোটি টাকায় ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করেন। জাতির পিতার এই যুগান্তকারী দূরদর্শী সিদ্ধান্তের ফলে আজ অবধি আমাদের অর্থনৈতিক বিকাশে ও জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে গ্যাস ক্ষেত্র গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জ্বালানি খাতে জাতির পিতার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার প্রথম বারের মতো ২০১০ সালের ৯ আগস্টকে “জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস” হিসেবে ঘোষণা করেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..