ডেঙ্গু প্রতিরোধে জেলা ছাত্রলীগের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

 

সুমন আহম্মেদঃ
সম্প্রতি দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ মাহামারি আকার ধারণ করায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গত রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর এলাকার পুনিয়াউট গ্রামের মসজিদ সংলগ্ন একটি পুজাপুকুর (পাকা ঘাটলা) পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

 

জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ মুরাদ খান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলুসহ জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগ নেতারা জানান, তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..