সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জলাশয়ের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে পুকুরে বিষ দিয়ে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন।সোমবার গভীর রাতে সদর উপজেলার কোড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরের মালিক মোঃ ফরহাদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, জলাশয়ের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। তিনি বলেন, জলাশয়ের বিরোধ নিয়ে আগে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
তিনি বলেন, সোমবার রাতে বিষ দিয়ে তার পুকুর থেকে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
###
Leave a Reply