শব্দ দূষন রোধে ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনের হাইড্রোলিক হর্ণ অপসারণ শুরু

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ দূষনরোধে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ অপসারন শুরু হয়েছে। জেলা ট্রাফিকের উদ্যোগে বুধবার সকাল থেকেই শহরের ৪টি পয়েন্টে এই অভিযান শুরু হয়। প্রথম দিনে প্রায় দুই হাজার অটোরিকসা থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে বলে জানান সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোঃ সরওয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকেই জেলা শহরের কুমারশীল মোড়, কাউতলি বাস স্ট্যান্ড, থানা ব্রিজ ও কোর্ট রোড এলাকায় হাইড্রোলিক হর্ন অপসারণে পৃথক পৃথক অভিযানে নামে ট্রাফিক। অভিযান চলাকালে অটোরিকশার হাইড্রোলিক হর্নের সংযোগ কেটে দেয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে টি.আই সরওয়ার হোসেন বলেন, হাইড্রোলিক হর্ন অপসারণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। প্রথমে অটোরিকশার হাইড্রোলিক হর্ন অপসারণ করা হচ্ছে। এরপর ধাপে ধাপে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণ করা হবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..