সুমন আহম্মেদঃ
মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জামাই-শ্বশুর দলের নিয়ে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার শ্রম কল্যান কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগীতায় জামাই দলকে ১ পয়েন্টে হারিয়ে শ্বশুরদল পক্ষ বিজয়ী হন। খেলায় ৫ পয়েন্ট পান জামাই দল, ৬ পয়েন্ট পান শ্বশুরদল।
আশুগঞ্জের নির্মান শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগীতার আয়োজন করে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল হায়দার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, শ্রম কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ নব লিলা দাস,
সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, ফিরোজ মিয়া কলেজের উপাধক্ষ্য আহমদ উল্লাহ খন্দকার, সংগঠনের সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
###
Leave a Reply