botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত বুধবার রাত ৩টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে সরাইল উপজেলার বিশ্বরোডের লালশালুক হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাহেদ আলী। তার বাড়ি সরাইল উপজেলায়।
গনমাধ্যমে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার রাত ৩টার দিকে লালশালুক হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
###
Leave a Reply