botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” নামে একটি বে-সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বে-সরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং তাঁর সহধর্মীনি মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
মোকতাদির চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারী আবু মুছা আনসারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ মার্চ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সংক্রান্ত কাগপত্রে সাক্ষর করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরে ক্যাম্পাস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে সদর উপজেলার রামরাইল অথবা অন্য কোনো জায়গায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে।
###
Leave a Reply