botvনিউজ:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনমন্ত্রীর সাবেক সহকারি একান্ত অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এবি সিদ্দিকের কন্যা ফারহানা সিদ্দিকি।
গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থীরা মনোয়নয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করা হয়।
###
Leave a Reply