আগামী ২৮ ফেব্রুয়ারি নাসিরনগরের গোর্কণ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

botvনিউজ:

আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত ছোয়াব আহমেদ হৃতুল-(নৌকা), জাতীয় পার্টি মনোনীত কামরুল হাসান খাঁন-(লাঙ্গল), নির্দলীয় প্রার্থী মোঃ রহমত আলী-(মোটর সাইকেল) এবং নির্দলীয় প্রার্থী সামসুল আরেফিন-(আনারস)।

প্রার্থীরা রয়েছেন শেষ মুহুর্তের প্রচার-প্রচারনায়। প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। জনগনের দোয়া, ভোট ও সহযোগীতা চাচ্ছেন। ইউনিয়নের সর্বত্র শোভা পাচ্ছে প্রার্থীদের পোষ্টার। ৪জনই প্রার্থীই উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহনের ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি জানান, ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২শ ২১ জন।

উল্লেখ্য গত ২০ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান খান সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..