আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে বই মেলা-যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রবিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, এ বছর ও একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তক অর্পন করা হবে।

পাশাপাশি স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে সপ্তাহব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হবে। এ জন্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। জাতীয় এই দিবসটি পালনে কোনো ধরনের ত্রুটি যেনো না থাকে এ ব্যাপারে সংশি¬ষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। প্রস্তুতিমূলক সভায় সরকারী পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..