botvনিউজ:
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকের পাড়) পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম.পিপিএম।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পুলিশ যে সেবা প্রদান করে, সে বিষয়ে আরো সচেতনা সৃষ্টির জন্য এই পুলিশ সেবা সপ্তাহ। পুলিশের সেবা প্রদানে যদি কোনো ব্যত্যয় ঘটে এবং পুলিশ যদি কোনো অনৈতিক কাজ করে, আর সেটি যদি আমরা জনগণের মাধ্যমে জানতে পারি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
###
Leave a Reply