botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে চলছে বালুর ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এই বালুর ব্যবসা চললে পুলিশ নির্বিকার। এতে করে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিজিপি ক্যাম্পের প্রধান গেইট এলাকায় প্রভাবশালীরা সড়কের উপর রেখে দীর্ঘদিন ধরে বালির ব্যবসা করে আসছে। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া মহাসড়কে রেখে অবাধে বালির ব্যবসা করছেন আরেকটি সিন্ডিকেট।
এছাড়াও সরাইল-নাসিরনগর সড়কের জিল্লুকদার পাড়া ব্রীজের দু’পাশে সড়কের উপর বালু রেখে ব্যবসা করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এতে করে সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা বলেন, সড়কের উপর বালু রাখা সম্পূর্ণ বে-আইনি। এমনকি সরকারি জায়গায় ও কোন কিছু বৈধ অনুমতি ছাড়া রাখা যাবে না। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হবে।
###
Leave a Reply