বিজয়নগরে মেয়াদোর্ত্তীন খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ্য ॥ দোকানী গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকান থেকে মেয়াদোর্ত্তীন খাবার কিনে খেয়ে মাদরাসার ১২ ছাত্রী অসুস্থ্য হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর কেরাতুল ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ্যদের মধ্যে ৪জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়। খবর পেয়ে পুলিশ মুদি দোকানী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, মঙ্গলবার সকালে মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসা সংলগ্ন জহিরুল ইসলামের মুদি দোকান থেকে আচার, জুস, চানাচুর খায়। এতে ১২ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে।

পরে অসুস্থ্য শিশুদের মধ্যে ৪জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনায় দোকানী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান জানান, শিশুরা পেট ব্যাথার কথা বলেছে।
###

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..