botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে বিষ ঢেলে প্রায় ৬০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৎস্য চাষী মোঃ ইউসুফ মিয়ার পুকুরে বিষ ঢেলে এই মাছ নিধন করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দবাদ গ্রামের ইউসুফ মিয়া তাদের গ্রামের ৭ একর ২০ শতাংশ জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছেন। পুকুরে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের মাছ ছিলো। গত বুধবার রাতের কোন এক সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা এই পুকুরে বিষ ঢেলে দেন।
বৃহস্পতিবার সকালে পুকুরের ইজারাদার ইউসুফ মিয়া পুকুর পাড়ে গিয়ে দেখেন পুকুরের মাছগুলি মরে ভেসে উঠেছে। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মৎস্য চাষী মোঃ ইউসুফ মিয়া জানান, পুর্ব শত্রুতার জেরে আমার এই সর্বনাশ করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, দুর্বৃত্তরা তার পুকুরের প্রায় ৬০ লাখ টাকার মাছ নিধন করেছে।
এ ব্যাপারে কসবা থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, বিষ ঢেলে মাছ নিধন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
###
Leave a Reply