botvনিউজ:
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সত্য দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকালে উপজেলার রাজাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমীন জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার গোপাল দাসের ছেলে সত্য দাস আজমপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি’র হাতে আটক হন। তাকে আখাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে মামলা দেয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।
###
Leave a Reply