botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৭টায় উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে বিপুল পরিমান এই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোঃ রিপন-(২৪), কসবা উপজেলার জাকির হোসেন-(২০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গিয়াস- (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারীরা কৌশলে জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
###
Leave a Reply