botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় “তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” শ্লোগানকে সামনে রেখে বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই দুর্নীতি দূর করা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা সদর হাসপাতালের তত্ত্ব¡বধায়ক ডাঃ শওকত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।
ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, প্রধান শিক্ষিকা নাঈমা জান্নাত, সনাক সদস্য কবি জয়দুল হোসেন, মোহাম্মদ আরজু , টিআইবির প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু।
দিনব্যাপি তথ্যমেলায় কুইজ প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, তথ্যমেলার স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার উপস্থাপন, প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের ২৫টি ষ্টল খোলা হয়।
###
Leave a Reply