ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন

botvনিউজ:

বিশ্ববিশ্রুত সুরসম্রাট, উপমহাদেশের রাগ সঙ্গীতে কিংবদন্তী কলাকার, ব্রাহ্মণবাড়িয়ার বিনম্র অহংকার ওস্তাদ আলাউদ্দিন খাঁ ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের উদ্যোগে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল বুধবার শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে প্রধান অতিথি হিসেবে উচ্চাঙ্গ সংগীতের উদ্বোধন করেন সঙ্গীতাঙ্গন পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

সঙ্গীতাঙ্গন পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের সভাপতিত্বে ও সঙ্গীতাঙ্গন পরিচালনা পর্ষদের সদস্য মনজুরুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীতাঙ্গন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার। বক্তব্য রাখেন সদস্য কবি জয়দুল হোসেন।

অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সমাপনী পর্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। উল্লেখ্য ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ইন্তেকাল করেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..