botvনিউজ:
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী চৌরাস্তায় গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়।
পরে মিছিলটি সেখান থেকে পুনরায় ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, আমাদের যে ভাই-বোনকে নির্মমভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে আমরা তার সুষ্ঠু বিচার চাই। ঢাকায় নয় দফা দাবিতে আমাদের যে আন্দোলন চলছে দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবেনা। এদিকে বৃহস্পতিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেইট বন্ধ রাখা হয়।
###
Leave a Reply