botv নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলার মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর ১২টায় পৌর এলাকার নয়নপুর গ্রামের তিতাস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাথা না থাকায় লাশটি কার তা শনাক্ত করা যাচ্ছে না। অজ্ঞাতনামা ওই মহিলার বয়স ৩০ থেকে ৩৫ হবে বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নয়নপুর এলাকায় তিতাস নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেয় তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বস্তা খুলে মাথাবিহীন এক মহিলার লাশ উদ্ধার করে। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
###
Leave a Reply