botv নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মৃৎ শিল্প বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সরকারের এসডিজির সফল বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
গত বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত।
প্রশিক্ষণে পানিশ্বরের পালপাড়ার বিভিন্ন বয়সের ৪০ জন মহিলা অংশ নেয়।
কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগমের সমন্বয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন সেখানকার অভিজ্ঞ মৃৎ শিল্পী নারায়ণ পাল।
মেঘনা নদীর ভাঙ্গনের শিকার পাল পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার পাশাপাশি মৃৎ শিল্পকে টিকিয়ে রাখার জন্যই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ মাস আগেও সেখানে ইউএনও’র ব্যক্তিগত উদ্যোগে ৪০ জন মহিলাকে সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও গত ১লা বৈশাখে উপজেলা সদরে মৃৎ শিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
###
Leave a Reply