botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চারশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক কৃষকদের হাতে এই সার ও বীজ তুলে দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান
অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা
আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী মোঃ আজহারুল ইসলাম, আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম রঙ্গু, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.কবির হোসেন।
###
Leave a Reply