botv নিউজ:
আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে (২৩মার্চ )শুক্রবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, সদস্য প্রফেসর নজির আহমদ, প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মোঃ আল আমীন প্রমুখ।
সভায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, মানববন্ধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী সমাবেশ, বিভিন্ন মসজিদে জুম্মার নামাজে ইমাম কর্তৃক দুর্নীতি বিরোধী বক্তব্য প্রদান ও দুর্নীতি বিরোধী চলচ্চিত্র প্রদর্শন।
###
Leave a Reply