ব্রাহ্মণবাড়িয়ায় ১১০২ টি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

botv-নিউজ:

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রচারাভিযান ও সেবা সপ্তাহের অংশ হিসেবে  বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ১হাজার একশত দুইটি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মেড্ডা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ সুলতান মিয়া।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে, পিটিআইএর সুপার মোঃ আবদুল মান্নান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হাফিজ প্রমুখ।

অভিভাবক সমাবেশে আগামী ২ এপ্রিল থেকে প্রতিটি শিক্ষার্থীকে টিফিন বক্সে খাবার ও বিশুদ্ধ পানীয় জলের বোতল দেয়ার জন্য মা’দের প্রতি আহবান জানানো হয়।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..