botv নিউজ:
সিলেটের জৈন্তায় সোমবার রাতে ওয়াজ মাহফিলে সুন্নী এবং ওয়াহাবি মতাদর্শের লোকদের মধ্যে সংঘর্ষে এক মাদরাসা ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জামিয়া ইসলামীয়া ইউনুছিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জেলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কাসেমি, প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসানসহ কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা অবিলম্বে মাদরাসা ছাত্র মোজাম্মেল ও এনামের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।
###
Leave a Reply